আপডেট

x


অজ্ঞান পার্টির কবলে হাজীপুর বিএনপি নেতা মফজ্জিল হোসেন কুতুব

সোমবার, ১১ মার্চ ২০১৯ | ৫:১৪ অপরাহ্ণ | 1357 বার

অজ্ঞান পার্টির কবলে হাজীপুর বিএনপি নেতা মফজ্জিল হোসেন কুতুব

ছয়ফুল আলম সাইফুল, মৌলভীবাজার প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিএনপি নেতা  আলহাজ্ব মোঃ মফজ্জিল হোসেন কুতুব আন্তঃনগর ট্রেনে অজ্ঞান পাঠির কবলে পড়ায় সিলেট রেলষ্টেশন থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

জানাযায়, গত কাল (রবিবার) রাত সাড়ে ১০ টায় ঢাকা থেকে চেড়ে আসা সিলেট গামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনে উঠেন হাজী মফজ্জিল হোসেন কুতুব। তিনি শমশেরনগর ষ্টেশনে নামার কথা ছিল, শমশেরনগর আসার আগেই অজ্ঞান পাঠির কবলে পড়েন।



আজ (সোমবার) সকালে সিলেট রেলষ্টেশনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পথচাররিরা নাম্বার সংগ্রহ করে বাড়ীতে ফোন দেন । বাড়ীর লোকজন ফোন পেয়ে তাহাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।বর্তমানে জ্ঞান ফিরলেও ঠিকমত কথা বলতে পারছে না।আজ রাত ১০ টায় তিনির সাথে আলাপ করলে জানান ট্রেনের টিকেট আনার জন্য কাউন্টারে গেলে এক অপরিচিত লোক জানায় তাহার কাছে দৃুটি টিকেট আছে শ্রীমঙ্গলের একটি বিক্রি করবেন, তার কথামত একটি টিকেট সংগ্রহ করেন এবং সিটেও বসেন, ট্রেন ঢাকা থেকে চেড়ে আসার পর বিভিন্ন সময় জুস, চানাচুর খাওয়াতে চায়, ট্রেন আজমপুর আসার পর তিনি ঘুমিয়ে গেলে ঘুমথেকে তোলে তাহাকে বিস্কুট খাওয়ার কথা বলে তিনি খেতে না চাইলেও অনেক চাপাচাপির পর বিস্কুট খান বিস্কুট খাওয়ার পর পানি খাওয়াতে চায় তিনি পানি না খেলেও ট্রেন নয়াপাড়া আসার পর আর কিছুই জানেন বলে জানান।  তিনির সাথে থাকা মালামাল, মোবাইল, টাকা পয়সা, মূল্যবান কাপড় সব কিছুই খুইয়েছেন।

মন্তব্য করতে পারেন...

comments


deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com