আপডেট

x


গজারিয়ায় গুলির আঘাতে আরমান ৫ দিন পর নিহত এলাকায় শোকের মাতম

রবিবার, ১৯ মে ২০১৯ | ৯:৪২ অপরাহ্ণ | 404 বার

গজারিয়ায় গুলির আঘাতে আরমান ৫ দিন পর নিহত এলাকায় শোকের মাতম

গজারিয়া থেকে আখিঁ আক্তারঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ অস্ত্রধারীদের গুলির আঘাতে আহত আরমান ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিহত হয়েছে ।
নিহত আরমানের মা- জাহানারা বেগম বলেন আমার এক মাত্র ছেলে আরমানকে বুকে গুলি করে এবং হাতে ককটেল ফাটিয়ে হত্যা করেছে অস্ত্রধারীরা। গত সোমবার আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রেখে ৭০ ব্যাগ রক্ত দেয়া হয়েছে আরমানকে। অজ্ঞান হ্ওয়ার পর আর জ্ঞান ফিরাতে পারেনি চিকিৎসকরা। গত সোমবার সকালে ইসমানিরচর গ্রামে জসীম মিয়ার ছেলে আরমান গুলি বিদ্ধ হয়ে আহত ছিল। ৫ দিন চিকিৎসাধীন থেকে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হয় আরমান । একই দিন বিকালে নিহত আরমানের নিজ গ্রামে জানাজা নামাজ শেষে দাফন করা হবে তার লাশ।গজারিয়া থানা ইনচার্জ হারুন অর রশিদ জানান ঘটনার পর থেকে নারী পুরুষ মিলে ১০ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। গ্রেফতার অব্যাহত রয়েছে। অপর দিকে বৃহস্পতিবার রাতে উপজেলার টেংগারচর গ্রামে মৃত আরশাদ আলীর ছেলে মোঃ জাকির হোসেনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত জাকির হোসেনের বড় ভাই আওলাদ হোসেন জানান একই গ্রামের নজরুল ইসলামের ছেলে রোবেল,রাসেল এবং রিপন, রায়হানের ছেলে শাকিব,রাকিব,নুর মোহাম্মদের ছেলে নুরুজ্জামান,কামরুলসহ ৮ থেকে ১০ জন যুবক দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে তার ভাই জাকিরকে । বিষয়টি গজারিয়া থানার অফিসার ইনচার্জকে মোখিকভাবে জানিয়েছে। আহত জাকির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

মন্তব্য করতে পারেন...

comments

deshdiganto.com © 2019 কপিরাইট এর সকল স্বত্ব সংরক্ষিত

design and development by : http://webnewsdesign.com